লকডাউনের মাঝে মার্কেট-শপিংমলে উপচেপড়া ভিড়, নেই কোন স্বাস্থবিধিও - FOYSAL 360 (All IN ONE)

Breaking

Full-Width Version (true/false)

BANNER 728X90

Friday, April 30, 2021

লকডাউনের মাঝে মার্কেট-শপিংমলে উপচেপড়া ভিড়, নেই কোন স্বাস্থবিধিও

 


 লকডাউনের মাঝে মার্কেট-শপিংমল খোলার প্রথম শুক্রবার মানুষের উপচেপড়া ভিড় বিপণিবিতানগুলোতে। সকালে মানুষের সংখ্যা কম থাকলেও দুপুরের পর ভিন্ন চিত্র মার্কেটগুলোতে। ক্রেতারা বলছেন, ঝুঁকি নিয়েই এসেছেন ঈদ আনন্দের জন্য। তবে বিক্রিতে মোটেও সন্তুষ্ট নন ব্যবসায়ীরা।

নেই দম ফেলার সময়, এ দোকান থেকে সে দোকানে ছুটে বেড়াচ্ছেন ক্রেতারা। তবু মন যেন ভীষণ ভারি, কেনার বাদ রয়েছে কত কি! মানুষের এই আচরণ দেখে মনে হবার জো নেই দেশ রয়েছে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে। ইফতার শেষে বারে সাধারণের ভিড়। ফুটপাততো বটেই বিপণিবিতান ঘিরে মানুষ আর মানুষ।

এই ছবি দেখে স্পষ্টই ধারণা করা যায় সংক্রমণের ঝুঁকি যেন ফিকে হয়ে গেছে ঈদ কেনাকাটার কাছে। সামাজিক দূরত্বতো দূরের কথা স্বাস্থবিধিকেও বুড়ো আঙুল দেখিয়েই কাটছে সময়। আর মাস্কের ব্যবহার যেন কেবলই টিভি ক্যামেরার সামনে লজ্জা ঢাকাতে।

তারপরও চলমান বিক্রি-বাট্টায় খুব একটা খুঁশি নন বিক্রেতারা। ক্রেতাদের অসচেতনতায় আছে ফের দোকান বন্ধের শঙ্কা।

গেল রোববার থেকে নির্দিষ্ট সময়ের জন্য মার্কেট ও শপিং মল খোলার ঘোষণা দেয় সরকার। শুরুতে ১০ থেকে ৫ টা পর্যন্ত বলা হলেও পরে; সময় বাড়িয়ে এখন রাত ৮টা পর্যন্ত। যদিও সেই সময়টা যেন তোলা রয়েছে কেবলই কাগজে কলমে।


No comments:

Post a Comment