CPA Marketing Beginners Guide Tips 2020 - FOYSAL 360 (All IN ONE)

Breaking

Full-Width Version (true/false)

BANNER 728X90

Monday, November 30, 2020

CPA Marketing Beginners Guide Tips 2020

 

What is CPA Marketing? (সিপিএ মার্কেটিং কি?)

 - How Does CPA Marketing Work? (সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে?) - What is the reason for the demand for CPA marketing? (সিপিএ মাকেটিং এর চাহিদা দিন দিন বেড়ে চলার কারন কি?) - What is CPA Marketing? (সিপিএ মার্কেটিং কি?) সিপিএ মার্কেটি এর পূর্ণ অর্থ হচ্ছে Cost Per Action। সহজভাবে ধরুন কোন কিছু ডাউনলোড শেয়ার কোন সাইটে রেজিস্ট্রেশান ইত্যাদি। এফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। এটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে কিছু কাজের উপর নির্ভর করে পেমেন্ট দেয়া হয়। CPA মার্কেটিং এ আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয় নিদিষ্ট একটি কাজের বিনিময়ে। এগুলোকে সহজ ভাষায় একশন (Action) বলে। 

যেমন : রেজিষ্টেশন ইমেল সাবমিট পিন সাবমিট অথবা ডাইনলোড ইত্যাদি। CPA মার্কেটিং মাধ্যমে এর গড়ে প্রতিটা লিড থেকে $1-$4 আয় হয়। তাই বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর চেয়ে CPA মার্কেটিং এর মাধ্যেমে সহজে কয়েকগুন বেশি আয় করা সম্ভব। একটা সহজ উদাহরন দেওয়া যাক। কোন একটি সফটওয়্যার কোম্পানী ডাউনলোড অফার দিল যে তাদের সফটওয়্যার ডাউনলোড করিয়ে দিতে পারলে পার ডাউনলোড ২ ডলার পেমেন্ট দেয়া হবে। এখন আপনি যদি একটি সফটওয়্যার ডাউনলোড করিয়ে দিতে পারেন তাহলে পার ডাউনলোড এ পাবেন ২ ডলার করে। এইটাই হচ্ছে সিপিএ মার্কেটিং ।

 

 

 সিপিএ তে কি কি অফার পাওয়া যায় ? সিপিএ তে বিভিন্ন ধরনের অফার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে : 1 - Pay per download : এ ধরনের অফার গুলো হয় সফটওয়্যার ডাউনলোড গেমস ডাউনলোড ইত্যাদি। 2 - Pay per lead : এ ধরনের অফার গুলো হয় সাইন আপ ইমেইল সাবমিট ইত্যাদি। 3 - Pay per sale : এ ধরনের অফার গুলো হয় সেল জাতীয় যেমন হেল্থ ইনসিওরেন্স ইত্যাদি। এছাড়া আরও বিভিন্ন অফার রয়েছে। 

যেমন: 1 - Financial 2 - Casual Dating 3 - Health and Beauty 4 - Gaming 5 - PIN Submit 6 - Survey 7 - Mobile App 8 - Travel 9 - Ecommerce বিভিন্ন সিপিএ নেটওয়ার্কের লিস্টঃ 1 - Above All Offers. 2 - Clickbooth Top CPA Affiliate Network. 3 - ClickDealer. 4 - CPAWAY. 5 - GlobalWide Media. 6 - MaxBounty Best CPA Affiliate Network. 7 - Panthera Network. 8 - PeerFly. - How Does CPA Marketing Work? 

(সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে?) 

কস্ট পার অ্যাকশন (সিপিএ) বিপণন একটি অনুমোদিত মডেল যেখানে কোনও ব্যবহারকারী নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার সময় কমিশন প্রদান করা হয়। এই ক্রিয়াগুলির মধ্যে একটি ফর্ম পূরণ করা, একটি উদ্ধৃতি পাওয়া, একটি লিড নেয়ার জন্য জন্য সাইন আপ করতে হয়। তাছাড়া পেইড মেথডেও সিপিএ মাকেটিং করা যায়।

 



 - What is the reason for the demand for CPA marketing? 

(সিপিএ মাকেটিং এর চাহিদা দিন দিন বেড়ে চলার কারন কি?) বর্তমানে অনলাইনে অর্থ উপার্জন করার সহজতম মাধ্যম হচ্ছে এই সিপিএ মাকেটিং। যার দরুন যে কেউ কয়েক মাসের ট্রেইনিং করেই সিপিএ মাকেটিং করে অর্থ উপার্জন করতে পারে। তাই সিপিএ মাকেটিং এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। 

 

 


 

Some CPA Marketing Site: 


Clickbooth

MaxBounty

 PeerFly

 Madrivo

 CPAlead

 AdWork Media

 CPAWay

 CrakRevenue

 Matomy Media Group

 GlobalWide Media

 Toro Advertising

 Clickbooth

 Convert2Media

A4 

CPAbeyond 

CPAtrend

 ClickDealer



No comments:

Post a Comment