ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হলো ত্রিনবাগো নাইট রাইডার্স। টানা বারো ম্যাচ জিতে- চতুর্থ শিরোপা জিতলো ত্রিনবাগো। ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না ড্যারেন স্যামির দল সেন্ট লুসিয়া জুকসের। তাদের ৮ উইকেটে হারিয়েছে পোলার্ডের দল।
টস হেরে ব্যাটিংয়ে নামা সেন্ট লুসিয়া বড় সংগ্রহ পায়নি। ফিফটি করতে পারেনি কোনো ব্যাটসম্যান, সর্বোচ্চ ৩৯ রান আন্দ্রে ফ্লেচারের ব্যাটে। মার্ক ডিয়ালের সঙ্গে আন্দ্রে ফ্লেচার ৭৭ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙ্গেন ফাওয়াদ আহমেদ। ২৭ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান ডিয়াল। ৩৯ রানে ফেরেন ফ্লেচার। এরপর আর বড় জুটি গড়তে পারেনি দলের কেউ। ১৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানে থেমে যায় সেন্ট লুসিয়ার ইনিংস। ৩০ রানে ৪ উইকেট নেন পোলার্ড।
জবাবে দ্রুত দুই উইকেট হারায় ত্রিনবাগো। এ অবস্থায় চাপ সামলে দলের হাল ধরেন সিমন্স ও ব্রাভো। দুজন মিলে গড়েন ১৩৮ রানের দারুণ জুটি। ৪৯ বলে ৮৪ রান করেন সিমন্স। তার ইনিংসটি আট চার ও চার ছক্কায় সাজানো। তার সঙ্গী ড্যারেন ব্রাভো করেন ৫৮ রান। এই জুটিতেই বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ফাইনালে ম্যাচসেরা হয়েছেন লেন্ডল সিমন্স। আসর জুড়ে ২০৭ রান ও ৮ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন পোলার্ড।
সংক্ষিপ্ত স্কোর :
সেন্ট লুসিয়া জুকস : ১৯.১ ওভারে ১৫৪ (কর্নওয়াল ৮, ডিয়াল ২৯, ফ্লেচার ৩৯, চেইস ২২, নাজিবউল্লাহ ২৪, নবি ২, স্যামি ৮, গ্লেন ৯, কুগেলেইন ২*, উইলিয়ামস ৩, জহির ০, আকিল ৪-০-২৬-১, আলি ৩.১-০-২৫-২, রাজা ২০-২৮-০, পিয়ের ৩-০-২০-০, পোলার্ড ৪-০-৩০-৪, ফাওয়াদ ৩-০-২২-২)।
ত্রিনবাগো নাইট রাইডার্স : ১৮.১ ওভারে ১৫৭/২ (সিমন্স ৮৪*, ওয়েবস্টার ৫, সাইফার্ট ৪, ড্যারেন ব্রাভো ৫৮*; কুগেলেইন ৪-০-৩০-১, নবি ৩-০-১৬-০, চেইস ৪-০-১৩-১, উইলিয়ামস ৩.১-০-৪৩-০, জহির ২-০-২৮-০, স্যামি ১-০-৯-০, গ্লেন ১-০-১৫-০)।
No comments:
Post a Comment